Loading..

খবর-দার

১১ ডিসেম্বর, ২০১৯ ০৫:২৪ অপরাহ্ণ

সুনামগঞ্জ জেলার আইসিটি প্রেমি শিক্ষকদের নিয়ে ইনহাউজ প্রশিক্ষণ এর ডকুমেন্টারি ।

আমি মোহাম্মদ কবিরুল ইসলাম। ছাতকের প্রত্যন্ত অঞ্চল দেখার হাওড়ের পাদদেশে হাওর বাওড় বেষ্টিত    জনতা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি পহেলা জুলাই ২০১৯ খ্রীঃ। এর আগে দীর্ঘ পনের বছর সহকারী শিক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। আমি শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা , ICT4E এম্বাসেডর নির্বাচিত হয়েছি,আইসিটি মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ২০১৫ ও ২০১৭ সালে British council এর  onlines schools connecting classrooms programme এর মাধ্যমে ইংল্যান্ডের Our leady Queen of peace catholic Engineering College এর আমন্ত্রনে ২ বার  ইংল্যান্ড সফর করেছি। ICT Learning centre  (ILC) এর মাষ্টার ট্রেইনার হিসাবে Philippines Overces Training করেছি। BRAC এর শিক্ষা কর্মসূচি পিচ প্রোগ্রাম এর মাষ্টার ট্রেইনার হিসাবে কাজ করেছি। সেসিপের প্রশ্ন পত্র বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণে মাষ্টার ট্রেইনার হিসাবে কাজ করেছি। আমি জনতা উচ্চ বিদ্যালয়ে যোগদানের   পর বিদ্যালয়ের আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছি।  মাল্টিমিডিয়া ক্লাস,শিক্ষকদের আইসিটি বিষয়ে উদ্ভুদ্ধকরন,শিক্ষার্থীদের বিভিন্ন সহ পাঠক্রমিক প্রতিযোগীতার আয়োজন,মিড ডে মিল চালুকরন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি কার্যক্রম,অভিবাবক সমাবেশ,মা সমাবেশ,  গুণি ব্যক্তিদের সম্মাননা ইত্যাদি কার্যক্রমে  সফলতার সাথে  নেতৃত্বে দিয়ে  যাচ্ছি। তা ছাড়াও সুনামগঞ্জ জেলাকে এগিয়ে নিতে এম্বাসেডর ও সেরা কন্টেন্ট নির্মাতারা মিলে আইসিটি বিষয়ক ইনহাউজ  প্রশিক্ষণ(শিক্ষক বাতায়ন,মুক্তপাঠ, এমএমসি,কিশোর বাতায়ন) কর্মশালা যা হয়েছে সব কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছি। আমরা সুনামগঞ্জ জেলাকে আই সি টি সেক্টরে এগিয়ে নিতে বদ্ধ পরিকর।  এগিয়ে যাচ্ছে জনতা উচ্চ বিদ্যালয়,এগিয়ে যাচ্ছে ছাতক উপজেলা ,এগিয়ে যাচ্ছে সুনামগঞ্জ জেলা।