Loading..

ম্যাগাজিন

১২ ডিসেম্বর, ২০১৯ ০৩:৩২ অপরাহ্ণ

উপকরণ

আমার নিজের হাতে তৈরি উপকরণ।

এগুলো আমি ছবি এঁকে,কোলাজ করে,পুরনো জিনিস ও পুরনো বইয়ের সাহা্য্যে,বাজার থেকে কিনে- যখন যেভাবে যা প্রয়োজন সংগ্রহ করে তৈরি করেছি।

বর্ণ কার চিহ্ন,সংখ্যা শেখানোর ক্ষেত্রে এই উপকরণগুলি কাজ দেবে বলে আমার বিশ্বাস।

আমার তৈরি এরকম আরও উপকরণ আছে,শিখন- শেখানোর কাজ একটি ধারাবাহিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমি উপকরণ তৈরি করি অবসরে।

এগুলো আমার অবসরের কাজ,কাজের আনন্দই আমার বিশ্রামের আনন্দ।

আরও প্রচুর উপকরণ তৈরি করতে হবে,যেগুলো প্রতিটি ক্লাসে পাঠদানে সহায়ক হবে।

উপকরণ কেবল নিজে তৈরি করি তা নয়,আমার সহকর্মীরা আমাকে অনুসরণ করেন,তাঁরাও তৈরি করেন দৃষ্টিনন্দন ও কাজে লাগে এমন উপকরণ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি