Loading..

ম্যাগাজিন

১৩ ডিসেম্বর, ২০১৯ ০৯:৪৯ অপরাহ্ণ

বুক রিভিওঃচলতি শব্দের অভিধান

মামুন অর রশীদ,গবেষক, কবি - পড়ান বাংলা,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

রচনা করেছেন চলতি শব্দের অভিধান।বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্হ প্রকাশ।৬৪ পৃষ্ঠার এই বইতে বাংলায় ভাষায় তৈরি নতুন নতুন শব্দা সম্র্কে আলোচনা হয়েছে।ভাষা একটি চলমান বিষয়।প্রতিটি জীবন্ত ভাষায় প্রতিনিয়ত নতুন নতুন শব্দ যুক্ত হয়,তৈরি হয়।

যে ভাষায় কেউ কথা বলে না,সে ভাষা মৃত ভাষা।ফাটাফাটি এমন একটা শব্দ যার অর্থ অসাধারণ,অতি চমৎকার।বিন্দ্যাস- অতি উৎকৃষ্ট।

বেইল নাই- মূল্য নাই।সেলফি স্টিক- যে স্টিক/ লাঠির সাহায্যে ফোনকে যথা সম্ভব দূরে রেখে সেলফি তোলা যায়।উইজেট- উইনডো ও গেজেট এর মিশ্রিত রূপ।

এমনি অনেক নতুন শব্দের অর্থ এই বইতে দেয়া আছে।

বইটি পড়তে ভাল লেগেছে,এ থেকে জানার আছে অনেক।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি