Loading..

ম্যাগাজিন

১৫ ডিসেম্বর, ২০১৯ ১০:০৯ অপরাহ্ণ

একটি রিফ্রেশার কোর্স ও নতুন অভিজ্ঞতা

আই সি টির প্রতি আমার একটু বেশি প্রেম বলেই হয়তো এই লেখা। শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহনের পূর্ব থেকেই একটু আধটু কম্পিউটার জানতাম। কিন্তু শিক্ষকতায় আসার পরে যখন সরকারি ভাবে  একটি স্বল্পমেয়াদী কোর্স করার সৌভাগ্য হলো তখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করি আর সে স্বপ্নের মঞ্চ আমার কর্মরত  বিদ্যালয় আর যাদেরকে ঘিরে আমার স্বপ্ন তারা হচ্ছে আমার কোমলমতি শিক্ষার্থীরা। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন কিছুদিন চালিয়ে যাই।  শিক্ষার্থী ও সহকর্মীদের  কাছ থেকে অনেক সাপোর্ট পাই। এভাবেই চলতে থাকে  প্রায়  ১ বছর।  মাঝখানে  কিছুদিন কি এক অজ্ঞাত কারনে প্রায় থেমে গিয়েছিল আমার অগ্রযাত্রা। আমি যখন ঝিমিয়ে পড়েছিলাম তখনই আমাকে আলোর পথে নিয়ে আসার জন্য দিশারী হয়ে হাজির হলেন আমার দেখা একজন সাদা মনের মানুষ,  আইসিটি জেলা এম্বাসেডর মোঃ মিছবাহ উদ্দিন স্যার।  স্যারের অনুপ্রেরণা ও সার্বক্ষণিক পরামর্শে নতুন উৎসাহে কাজ আবার কাজ করতে শুরু করি। এখন আমাকে সার্বক্ষণিক যারা সুপরামর্শ দিয়ে চলেছেন তারা হচ্ছেন সুনামগঞ্জের আইসিটির উন্নয়নে যাদের ঐকান্তিক প্রচেষ্টা আমার শ্রদ্ধেয় সুনামগঞ্জ জেলা এম্বাসেডরবৃন্দ। বিশেষ কৃতজ্ঞতা অনুজপ্রতীম সহকর্মী মোঃ জাহাঙ্গীর হোসেন। রিফ্রেশার কোর্সে অংশগ্রহণ করে প্রতিটি কোর্স থেকেই নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছি। যা আমার কর্মক্ষেত্রে আমাকে অনেক বেশি সহায়তা করছে। যারা এ সমস্ত কোর্স আয়োজন করছেন তাদের প্রতি অশেষ ধন্যবাদ।                 

                                 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি