Loading..

খবর-দার

১৮ ডিসেম্বর, ২০১৯ ০৩:০১ অপরাহ্ণ

ছাতকে জনতা উচ্চ বিদ্যালয়,কামরাঙ্গী'র বিজয় দিবস উদযাপন,ICT বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষন সম্পন্ন

***ছাতকে জনতা উচ্চ বিদ্যালয়,কামরাঙ্গী'র বিজয় দিবস উদযাপন,ICT বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষন সম্পন্ন***

ছাতকে চরমহল্লা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী'র উদ্যোগে দুই দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মাল্টিমিডিয়া ক্লাস /শিক্ষক বাতায়ন/কিশোর বাতায়ন/মুক্তপাঠ / এমএমসি অ্যাপস এবং ICT বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষন ও এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোম ও মঙ্গলবার( ১৬ ও ১৭ ডিসেম্বর)  দুই দিনব্যাপী এসব অনুষ্ঠান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহনে এসব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম'র সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম এবং শিক্ষক আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
ছাতক উপজেলার ইউএনও মোহাম্মদ গোলাম কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়,ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোছাঃ রাজিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার জসীম উদ্দীন,যুক্তরাজ্য প্রবাসী রইছ আলী,শওকত আলী হেলাল, ইউপি সদস্য কয়েছ মিয়া,
মাস্টার আঙ্গুর মিয়া,সেরা কন্টেন্ট নির্মাতা ও অ্যাম্বাসেডর মাস্টার মিছবাহ উদ্দীন,আবু সালেহ নোমান,মাহফুজুল ইসলাম,মহি উদ্দিন,অ্যাম্বাসেডর মোহাম্মদ সাজাদ মিয়া, অজয় কৃষ্ণ,
নিজাম উদ্দীন,খালিদুর রহমান,লাকি বিশ্বাস, রহমান,শাহিন আলম,স্হানীয় ফয়জুল করিম, আজিজুর রহমান, নূর মিয়া,শিক্ষক আব্দুল হালিম,
গওছুল আজম,মাওঃ শাহনূর আলী, ফয়ছল আহমদ,
নাজির আহমদ,শিউলী বেগম ও শিক্ষার্থী মাহবুবা জান্নাত বুশরা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ গোলাম কবির বলেন,বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সহ আনুসাঙ্গিক শিক্ষা সামগ্রী দেয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী রাজিয়া সুলতানা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।যুক্তরাজ্য প্রবাসী শওকত আলী হেলাল তার বক্তব্যে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতার ঘোষনা দেন,যুক্তরাজ্য প্রবাসী হাজী রইছ আলী বিদ্যালয়ের উন্নয়নে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।।।।।