Loading..

ভিডিও ক্লাস

২৯ ডিসেম্বর, ২০১৯ ১১:২৬ অপরাহ্ণ

"মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যেন মধুর, ত্রিভুবনে নাই।"

"মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যেন মধুর, ত্রিভুবনে নাই।" জনাব প্রফেসর ড. সৈয়দ আশরাফ আলী মাকে ভালবেসে তাঁর স্মৃতিকে বুকে ধারণ করে প্রবাসী জীবনে বয়ে এনেছে এক অনাবিল সুখের ছোঁয়া মায়ের এই স্নেহমাখা আদর আর হাস্যজ্জল মুখ আজও আপনার হৃদয়ের মাঝে ছবি হয়ে ভাসে। সেই পরম শ্রদ্ধেয়া মায়ের ভালোবাসায় সিক্ত হয়ে আত্মার মাগফেরাত কামনায় শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় নির্মাণ করলেন "মরহুমা সবুরুন্নেছা সরদার ভবন" https://youtu.be/fLbAxfIMDUg নির্মানাধীন "মরহুমা সবুরুন্নেছা সরদার ভবন" টির ৩য় তলার ছাঁদ ঢালাই এর কাজ চলছে। ভবনটির সার্বিক তত্ত্বাবাধয়নে আছেন প্রকৌশলী খাদেমুল ইসলাম এবং প্রকৌশলী গোলজার হোসেন। অত্র এলাকার অত্যন্ত সম্মানিত বিদ্যানুরাগী ইসলাম প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর ড. সৈয়দ আশরাফ আলী স্যারের একক অর্থায়নে এই ভবনটি নির্মিত হচ্ছে। মাদরাসার উন্নয়নে দ্বীনবন্ধু মহান এই দাতাকে আল্লাহ রাব্বুল আলামীন কবুল করুন। মাদরাসার সকল শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী স্যারের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও শুকরিয়া আদায় করছেন। তারিখঃ ১৫-১২-২০১৯ইং, রোজ রবিবার। অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ শেখ ওলিউর রহমান, গর্ভনিং বডির সভাপতি, শিক্ষক মন্ডলী ও সদস্যবৃন্দ মাদরাসার উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ======== "মরহুমা সবুরন্নেছা সরদার ভবন" এর তৃতীয় তলার ছাদের কাজের সার্বক্ষনিক তদারকি কমিটি ছিলেন _ ♦মিক্সার মেশিন বালু সিমেন্ট লাল বালু: মোঃ মশিউর রহমান (প্রভাষক বাংলা) মোঃ হাফিজুর রহমান (প্রভাষক জীব) মল্লিক সোলায়মান (প্রভাষক ইংরেজি) এইচ এম মেহেদী হাসান (প্রভাষক পদার্থ) মোঃ হোসেন আলী (প্রভাষক ব্যবস্থাপনা) মোঃ রবিউল ইসলাম ♦ছাঁদ পর্যবেক্ষণ: মোঃ খলিলুর রহমান (প্রভাষক আরবী) মোঃ জাকির হোসেন (প্রভাষক সাচিবিক বিদ্যা) মোহাম্মদ রেজাউল কবির (প্রভাষক ইংরেজী) মোহাম্মদ শাহজাহান (সরকার সহকারী শিক্ষক) মোঃ কামাল হোসেন (সহকারী শিক্ষক) মোঃ আল-আমিন ♦ছবি অডিও ভিডিও ধারণ: শেখ শোয়েব আলী (প্রভাষক রসায়ন) ফকির মিন্টু আলী (প্রভাষক গণিত) মোঃ শিমুল ♦পর্যবেক্ষণে সার্বিক: মোঃ রুহুল আমিন (সহকারী অধ্যাপক) মোঃ শামীম হাসান মোল্লা (সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস) ♦আপ্যায়নে: মোঃ আবু খালিদ আলহাজ্ব নেয়ামাতুল্লাহ মোঃ হাফিজুর রহমান ♦রান্নাবান্নায়: মাসুমা খাতুন, রোমেনা খাতুন, শামীমা খাতুন, সাবিহা আফরোজ, মুর্শিদা খাতুন, সুমি খাতুন ♦চিত্র ধারণে_ শেখ সোয়ায়েব আলী - (প্রভাষক রসায়ন) ও ফকির মিন্টু আলী - (প্রভাষক গণিত) ♦সার্বিক পরিচালনায়_ অধ্যাপক মোল্লা আব্দুর রউফ - সভাপতি, গর্ভনিং বডি এবং শেখ ওলিউর রহমান - অধ্যক্ষ শরাফপুর কারামতিয়া ফাজলি (ডিগ্রী) মাদরাসা। মোবাইল- ০১৭১১৪৮২০৪৯ ধন্যবাদ ============ সম্পাদনায়: ফকির মিন্টু আলী (প্রভাষক গণিত) ict4e জেলা অ্যাম্বাসেডর, বাগেরহাট। মোবাইল: ০১৭২৪ ৪৩৪ ৮৮৮ ****★************ 1. পবিত্র শরাফপুর ঈদগাহ জামে মসজিদ (প্রাচীন এই মসজিদটি রামপাল উপজেলার সর্ববৃহৎ জামে মসজিদ) 2. বিজ্ঞান ভাবন 3. প্রশাসনিক ভবন ছাত্রাবাস ও শ্রেণিকক্ষ (সাইক্লোন সেল্টার) 4. ছাত্রী নিবাস ৫. নির্মানাধীন মরহুমা সবুরুন্নেছা সরদার ভবন Suborunnesa Sorder Vobon 3rd Floor Roof Preview YouTube video Sharafpur Madrasah_Morhuma Soburunnesa Sordar Building Sharafpur Madrasah Building Sharafpur Madrasah Building: Morhuma Soburunnesa Sordar Vobon Fakir Mintu Ali Bangla TV Rampal Bagerhat Dr. Arshaf Ali Sayed