Loading..

ভিডিও ক্লাস

২৯ ডিসেম্বর, ২০১৯ ১১:২৮ অপরাহ্ণ

শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা

শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা। 1. পবিত্র শরাফপুর ঈদগাহ জামে মসজিদ (প্রাচীন এই মসজিদটি রামপাল উপজেলার সর্ববৃহৎ জামে মসজিদ) 2. বিজ্ঞান ভাবন 3. প্রশাসনিক ভবন ছাত্রাবাস ও শ্রেণিকক্ষ (সাইক্লোন সেল্টার) 4. নির্মানাধীন "প্রফেসর ড. সৈয়দ আশরাফ আলী ভবন" L আকৃতির এই ভবণটির ২য় তলার ছাঁদ ঢালাই এর কাজ চলছে। সার্বিক তত্ত্বাবাধয়নে আছেন ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলাম। অত্র এলাকার অত্যন্ত সম্মানিত বিদ্যানুরাগী ইসলাম প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর ড. সৈয়দ আশরাফ আলী স্যারের একক অর্থায়নে এই ভবনটি নির্মিত হচ্ছে। মাদরাসার উন্নয়নে দ্বীনবন্ধু মহান এই দাতাকে আল্লাহ রাব্বুল আলামীন কবুল করুন। মাদরাসার সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী এবং এলাকাবাসী স্যারের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও শুকরিয়া আদায় করছেন। তারিখঃ ১০/০৯/২০১৯ইং, ১০ই মহরম ১৪৪১ হিজরী, রোজ মঙ্গলবার। অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ শেখ ওলিউর রহমান, শিক্ষক মন্ডলী, গর্ভনিং বডির সভাপতি ও সদস্যবৃন্দ মাদরাসার উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ======== ভবনের নির্মাণ কাজের সার্বক্ষনিক তদারকিতে ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী: ১। আলহাজ্ব ফকির আব্দুল মজিদ - সহকারি অধ্যাপক ২। মোঃ রুহুল আমিন - সহকারী অধ্যাপক ৩। আলহাজ্ব শামীম হাসান মোল্লা - সহকারী অধ্যাপক ৪। হাফিজুর রহমান - প্রভাষক জীব বিদ্যা ৫। মল্লিক সোলাইমান - প্রভাষক ইংরেজি ৬। মোঃ মশিউর রহমান - প্রভাষক বাংলা ৭। এইচ এম মেহেদী হাসান - প্রভাষক পদার্থবিদ্যা ৮। মোঃ খলিলুর রহমান - প্রভাষক আরবী ১০। মোঃ জাকির হোসেন - প্রভাষক সাচিবিক বিদ্যা ১১। সৈয়দ কামাল হোসেন - সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান ১২। মোহাম্মদ নেয়ামত উল্লাহ - ইবিঃ প্রধান ১৩। অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। # চিত্র ধারণে_ শেখ সোয়ায়েব আলী - প্রভাষক রসায়ন ও ফকির মিন্টু আলী - প্রভাষক গণিত # সার্বিক পরিচালনায়_ গাজী বোরহান উদ্দিন - সভাপতি, গর্ভনিং বডি শেখ ওলিউর রহমান - অধ্যক্ষ ধন্যবাদ ============ উপস্থাপনায়: ফকির মিন্টু আলী প্রভাষক গণিত শরাফপুর কারামতিয়া ফাজলি (ডিগ্রী) মাদরাসা। ict4e জেলা অ্যাম্বাসেডর, বাগেরহাট। মোবাইল: ০১৭২৪ ৪৩৪ ৮৮৮