Loading..

ম্যাগাজিন

০৩ জানুয়ারি, ২০২০ ১০:১৯ অপরাহ্ণ

শিক্ষকতার এক যুগ!

আলহামদুলিল্লাহ। আজ ০৩/০১/২০২০ খ্রিস্টাব্দ। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকুরির এক যুগ পূর্ণ হল। এই দীর্ঘ শিক্ষকতা জীবনে শিখেছি অনেক কিছু। সমৃদ্ধ করেছি নিজেকে। দেশের থেকে পেয়েছি দু' হাত ভরে। দেশ কে কী দিতে পেরেছি তা যতেষ্ট নয়। যে দেশের জন্য ৩০ লক্ষ্য মানুষ নিজের জীবন দিয়েগেছেন, লক্ষ-লক্ষ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন সে দেশের জন্য নিজের যে কোন অবদান খুবই গৌণ। তবে গর্ব হয় এমন দেশে জন্ম নিয়ে যে দেশের মানুষের রক্তে মাহান বীরদের রক্ত ধারণ করে। নিখাঁদ দেশপ্রেম লালন করে। " জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে।" জয় হোক শিক্ষকতার মহান পেশার।জয় বাংলা। 

(আজকের দিনকে স্মরণীয় করে রাখার ক্ষুদ্র প্রয়াস হিসেবে মরমি কবি হাছন রাজার বাড়ি ভ্রমণ।)    

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি