Loading..

উদ্ভাবনের গল্প

০৬ জানুয়ারি, ২০২০ ০৩:৪৩ অপরাহ্ণ

"আমি কেন তোমাদের শেখাতে পারবো না? আমি প্রস্তুত , সাহসের সাথেই"

শিক্ষার্থীদের জীবন দক্ষতা বৃদ্ধির জন্য আমার এই কার্যক্রম। আমরা প্রতিনিয়ত একে অন্যের থেকে শিখছি এবং শেখাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা যদি এবিষয়ে প্রশিক্ষিত হয় তবে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। তাই আমি আমার শিক্ষার্থীদের ৫ জন করে দল করে দিয়েছি যারা নির্দিষ্ট বিষয় থেকে পাঠদান করবে বাকিরাপাঠ গ্রহণ করবে। অর্ধ বার্ষিক পরীক্ষার আগে পর্যায় ক্রমে সকল শিক্ষার্থীরাই একবার করে পাঠদান কার্যক্রমে ( বাধ্যতামূলক) অংশগ্রহণ করবে। যেটা এবিষয়ের পরীক্ষা ফলাফলে মূল্যায়ন করা হবে। সবাইকে এই গল্প দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার শ্রেণিকক্ষে এই কার্যক্রমটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ রইল!!