Loading..

উদ্ভাবনের গল্প

০৬ জানুয়ারি, ২০২০ ০৬:৫৭ অপরাহ্ণ

হবিগঞ্জ জেলার শিক্ষার চিত্র

মুজিব বর্ষ

জেলার আইসিটি এ্যাম্বাসেডরদের নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় নিয়ে আমাদের হবিগঞ্জ জেলা এগিয়ে যাচ্ছে। আবার কোন কোন এ্যাম্বাসেডর বাতায়নে মুক্তপাঠে ইনহাউজ ট্রেনিংগে নিস্ক্রিয়তার জন্য বাতায়ন থেকে বাদ পড়ছেন। যারা সক্রিয় আছেন, তাদেরকে নিয়েই পথ চলছি। ৩১ শে ডিসেম্বর মাননীয় ডি ইও স্যার ফোন দিলেন, আপনাদের এ্যাম্বাসেডরগনের কেউ আসেন। বই মেলা শুরু হবে। ভিডিও কন্টেন্ট তৈরী করে দিতে হবে। তাৎক্ষনিক ছানা উল্লাহ শাহ ফকির, ওয়াকিল আহামেদ ও পংকজ কান্তি গোপকে ফোনে বলি, আপনার যান, ডি ই ও স্যারের অফিসে। ঊনারা গেলেন। স্যার বিভিন্ন ছবি উনার টাইমলাইন থেকে নিয়ে নিতে বললেন। আর বললেন একটি ভিডিও বানিয়ে দেন। আমাদের এ্যাম্বাসেডরগন অনেক খুজাখুজি করে ছবি সংগ্রহ করে ভিডিও বানিয়ে দিলেন। যে ভিডিও বই মেলাতে প্রদর্শিত হল। পর দিন পয়লা জানুয়ারী। সকল প্রতিষ্ঠানে বই উৎসব, মুজিববর্ষ বরণে কর্মসুচী ছিল। প্রজেকটরের মাধ্যমে যাতে জেলার শিক্ষার সামগ্রীক চিত্র জানা যায় সেজন্য ডি ই ও স্যারের ভিডিও বার্তা ধারন করা হল। য়ামার নিকট আসল ভিডিওটি। গ্রুপের মাধ্যমে জেলার সকল প্রতিষ্ঠানে, (যারা আমদের সাথে সংযোগ আছে)পাঠিয়ে দিলাম। পর দিন ঐ বার্তাটি স্কুলের অনুষ্ঠানে দেখানো হল। অদূর ভবিষ্যতে জেলার এ্যাম্বাসেডরগন এ জাতীয় আরো কর্মসূচী গ্রহন করবে।

  • মোহাম্মদ লোকমান খান
  • সভাপতি
  • মাল্টিমিডিয়া টিচার্স গ্রুপ হবিগঞ্জ।
  • ০১৭৩১৬৭৫৪৭৯