Loading..

খবর-দার

০৯ জানুয়ারি, ২০২০ ০৫:১৮ অপরাহ্ণ

===কুড়িগ্রাম জেলাকে সর্বপ্রথম স্কাউট জেলা ঘোষনা===

 ০৮ জানুয়ারী/২০২০ খ্রিঃ  কুড়িগ্রাম জেলার শতভাগ স্কুল অনলাইন রেজিষ্ট্রেশন হয়ে বাংলাদেশের প্রথম স্কাউটস্ জেলা হিসেবে স্বীকৃতি পেল । জেলা প্রশাসন চত্ত্বরে মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস এর সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ কুড়িগ্রাম জেলাকে সর্বপ্রথম স্কাউটস জেলা ঘোষনা করেন। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্কাউটসের আওতায় জেলা শিক্ষা অফিসার ও তার টীম কাজটি হাতে নিয়ে সফলতার মুখ দেখেছে। স্কুল , রোভার ও স্কাউটসের সদস্যবৃন্দ প্রায় ১৯৫০০ রেজিঃ করার পর থেমেই গিয়েছিল কাজটি । অতঃপর জেলা প্রশাসক মহোদয়ের অনুরোধে জেলা শিক্ষা  অফিসার মহোদয় কাজটি হাতে নেন । তিনি ২০ জন জেলা ICT4 অ্যাম্বাসেডর শিক্ষকদের সাথে আলোচনা করে পরিকল্পনা মাফিক কাজ শুরু  করেন। বন্যা ও স্কুল ছুটির কারণে কোন কোন স্কুলে তথ্য নিতে ০৪ বার পর্যন্ত যাওয়া হয়েছিল। অবশেষে  ৫২১২১ জনের রেজিষ্ট্রেশন হয়ে সফলতার মুখ দেখা গেল । সৃজনশীল জেলা প্রশাসক জনাব মোছাঃ সুলতানা পারভীন এর ঐকান্তিক ইচ্ছা , সার্বিক তত্ত্বাবধানে, পরিকল্পনা ও সহায়তা করায় কুড়িগ্রাম জেলার আর একটি বড় অর্জন এল। এই অর্জন ধরে রাখতে সকলের পূর্ণ সহায়তা চাইলেন সকলের কাছে। জেলা প্রশাসক কুড়িগ্রামের এই প্রাপ্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে উৎসর্গ করেছেন ।