Loading..

উদ্ভাবনের গল্প

১০ জানুয়ারি, ২০২০ ০২:২৬ অপরাহ্ণ

উদ্ভাবনের গল্প -৫;-শিক্ষকের আত্মপ্রকাশ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে আইসিটির ভুমিকা

প্রাথমিকের একজন শিক্ষকের কার্যক্রম শ্রেণিকক্ষের চার দেয়ালের ভিতর। তার বেশী হলে বিদ্যালয় চত্বর, তারো বেশী হলে বিদ্যালয় ক্যাচমেন্ট এর ভিতর। এর  বাহিরে আত্ম প্রকাশ করার  সুযোগ খুবই কম।  তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অন্যান্য অধিদপ্তরের ন্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল কার্যক্রমে আইসিটি সেবাদান অব্যাহত রেখেছে। আইসিটির সেবাদান শিক্ষার্থীর কাছে সরাসরি পৌঁছে দিতে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাসহ ল্যাপটপ , প্রজেক্টর ও সাউন্ডবক্সের ব্যবস্থা করেছে প্রায় সব বিদ্যালয়ে। আর এর সঠিক ব্যবহার এবং প্রয়োগই ডিজিটাল বাংলাদেশ গড়ার একমাত্র সহায়ক।
সেই সাথে আরো সুযোগ সৃষ্টি করে দেয় বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিষয় শেয়ার করার মাধ্যমে  কৃতিত্ব অর্জনের যা একজন সহকারী শিক্ষকের বিশেষ পাওয়া।