Loading..

উদ্ভাবনের গল্প

১২ জানুয়ারি, ২০২০ ১২:০৮ অপরাহ্ণ

এসো ক্লাসের পড়া ক্লাসেই শিখি,বাড়িতে পড়া শেখার ভীতি দূর করি।

প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের ৭ টি দলে ভাগ করা হয়েছে।প্রতিটি দলের নাম দেওয়া হয়েছে যেমনঃ শাপলা,বেলী,রজনীগন্ধা ইত্যাদি।ক্লাসে পড়ানো পাঠটি শিক্ষার্থীদের ক্লাসে দল গঠন করে ক্লাসেই শিখানো হয়।এতে করে শিক্ষার্থীরা একে অন্যের সাথে তাল মিলিয়ে পড়াটি শেখার আগ্রহ পায় এবং নিজেদের মধ্যে প্রতিযোগী মনোভাব ও গড়ে তুলতে পারে।ফলে বাড়িতে পড়া শেখার ভীতি ও দূর হয়।