Loading..

খবর-দার

১৫ জানুয়ারি, ২০২০ ১২:১১ পূর্বাহ্ণ

WSIS ভোটে হবিগঞ্জ এ্যাম্বাসেডর

ওসিস চুড়ান্ত পর্যায়ে বাংলাদেশকে বিজয়ী করার লক্ষে হবিগঞ্জ জেলার এ্যাম্বাসেডরগন নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহন করেছেন।

ইতিমধ্যে ICT4E এ্যাম্বাসেডর হিসাবে হবিগঞ্জ জেলায় WSIS ভোটে দায়িত্ব ভাগ করে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ শুরু করছেন।
হবিগঞ্জ জেলায় উপজেলা ভিত্তিক দায়িত্ব দেয়া হল নিম্নোক্ত এ্যাম্বাসেডর স্যারদেরকে। নিজ নিজ উপজেলার সকল প্রাথমিক,মাধ্যমিক স্কুল,মাদরাসা ও কলেজ শিক্ষকদেরকে ভোট প্রদানে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। অনুগ্রহ পুর্বক ২৪ জানুয়ারীর ভিতরে ভোটিং সম্পন্ন করে আমার ফেইসবুক ইনবক্স এ রিপোর্ট করার জন্য নির্দেশক্রমে অনুরুধ করা হইলো

  • অনুরুধক্রমেঃ-
  • মোঃলোকমান খান
    সভাপতি,মাল্টিমিডিয়া টিচার্স গ্রুপ,হবিগঞ্জ।

#নবীগঞ্জ প্রাথমিক-ডলি রানী দেব(লং লাইফ লার্নার),মাধ্যমিক-মোঃআব্দুর রহিম
#হবিগঞ্জ সদর-ওয়াকিল আহামেদ
#বানিয়াচুং-প্রদীপ স্যার,জাহেদূর রহিম লিটন ও আবুল কালাম
#আজমিরিগঞ্জ-গুরু আতাউর রহমান
#লাখাই-প্রাথমিক মোস্তফা কামাল,মাধ্যমিক আয়েশা আক্তার,
#বাহুবল প্রাথমিক আঃরহিম মধুপুরী,মাধ্যমিক পংকজ কান্তি গোপ
#মাধবপুর-বাবুল হোসাইন
#চুনারুঘাট-ফখর উদ্দিন মোবারক শাহ
#শায়েস্তাগঞ্জ-মোঃআব্দুল মান্নান,প্রঃশিঃনুরপুর উচ্চ বিদ্যালয়(লং লাইফ লার্নার)