Loading..

খবর-দার

১৬ জানুয়ারি, ২০২০ ০৬:৪৪ অপরাহ্ণ

পেশাগত জীবনে প্রাপ্তি

১৩/০১/ ২০১৯ ইং  আমার পেশাগত জীবনের অনেক বড় প্রাপ্তির দিন। এজন্য প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি a2i  এর কাছে। এই দিনে a2i   আমাকে ICT4E  সুনামগঞ্জ জেলা এম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেয়।  অনেক ভাল লাগছে কারণ একটা কাজের স্বীকৃতি মানুষকে কাজের ক্ষেত্রে দ্বিগুণ উতসাহিত করে। তাই আমি চেষ্টা করব আমার উপর প্রদত্ত দ্বায়িত্ব শতভাগ পালন করতে। আইসিটি কার্যক্রমকে আরও বেগবান করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।  আরও বেশি আনন্দের বিষয় হচ্ছে আমি যাদের অনুপ্রেরণায় এতদূর এসেছি আমি যাদেরকে আইকন  মনে করি তাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে সত্যি আমি অভিভূত। তাই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।