Loading..

ম্যাগাজিন

১৭ জানুয়ারি, ২০২০ ০৫:৩৬ অপরাহ্ণ

শিশুদের জন্য নাটক/ সিরিয়াল/মেঘা সিরিয়াল/প্যাকেজ প্রোগ্রাম এর স্ক্রিপ্ট লিখতে ৯ টি একটিভিটি প্রয়োজন:-

শিশুদের জন্য নাটক/ সিরিয়াল/মেঘা সিরিয়াল/প্যাকেজ প্রোগ্রাম এর স্ক্রিপ্ট লিখতে ৯ টি একটিভিটি  প্রয়োজন:-

১. কল্পনা শক্তি বাড়ানো। 

২. চিত্রনাট্য লিখার আগে বিষয়টি ছোট করে লিখে নেয়া। 

৩. এরপর মূল লেখা।

৪. ভালো নাটক, সিনেমা, টেলিফিল্ম সিরিয়ালগুলো দেখা।

৫. শিশুদের নাটকের উপর যেসব বই আছে সেগুলো পড়ে দেখা।

৬. শিশুদের জন্য সৃজনশীল চিন্তা করা।

৭. বাংলাভাষায় ভালো দখল।

৮. শিশুদের নিয়ে কাজ করে এমন বিভিন্ন জিও/এনজিও প্রতিষ্ঠান ও প্রোডাকশন হাউজে যোগাযোগ করা।

৯. শিশুদের জন্য ছোট নাটকের স্ক্রিপ্ট লিখে সম্মানজনক অনারিয়াম পাওয়া যায় । এভাবে এগিয়ে যাওয়া।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি