Loading..

খবর-দার

২৪ জানুয়ারি, ২০২০ ০৯:৫৬ পূর্বাহ্ণ

আজ নবিগঞ্জ ক্যাম্পে WSIS ভোট , মোট কাস্টিং ভোট ১৫০ টি।। জিতবে এবার বাংলাদেশ।।


#জিতবে এবার বাংলাদেশ ।।

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার আউশকান্দি রশীদিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আইসিটি বিষয়ক ইনহাউজ প্রশিক্ষণ ও WSIS এ বাংলাদেশের এটুআইয়ের চারটি ডিজিটাল সেবায় শতভাগ ভোটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন উজ্জল নক্ষত্র ডিজিটাল আইকন শ্রদ্ধেয় Md Abdus Samad স্যার। উপস্থিত ছিলেন হবিগঞ্জ মাল্টিমিডিয়া শিক্ষক গ্রুপের সভাপতি Lukman Khan স্যার ও সিলেট বিভাগের ICT4E  অ্যাম্বাসেডরবৃন্দ।

আজ নবিগঞ্জ ক্যাম্পে মোট কাস্টিং ভোট ১৫০ টি।।কয়েকটি প্রতিযোগিতা ছিলো।তিনজন শিক্ষক সেই পুরস্কার জিতে নেন।

ই-মেইল ই-মেইল গেম প্রতিযোগিতায় ১ম পুরস্কার-প্রণজিৎ মন্ডল, গোপলাবাজার হাই স্কুল।

সর্বোচ্চ ভোটদাতা যৌথভাবে-১ম পুরস্কার-১.দ্বিলীপ চন্দ্র মজুমদার-শাহ তাজউদ্দিন হাইস্কুল

২।আব্দুল মাজিদ -দীঘলবাক উচ্চ বিদ্যালয়।

#পুরস্কার দাতা-জনাব লোকমান খাঁন-সভাপতি হবিগঞ্জ এমএমটিজি

আজ সিলেট বিভাগে একটি অসাধারণ টিমওয়ার্ক দেখানো হলো-

নবিগঞ্জ ক্যাম্পে=১৫০ ভোট

সুনামগঞ্জ ক্যাম্পে=৭৩ ভোট

সিলেট ক্যাম্পে =২৭ভোট

ধন্যবাদ লোকমান স্যার ও তাঁর এম্বাসেডর গ্রুপকে। কৃতজ্ঞতা আউশকান্দি র.প.উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ্ জনাব লুৎফুর রহমানকে।ভেন্যু ও ১৭০জনের আপ্যায়নে যাঁর সহযোগিতা ছিলো অসাধারণ।

বিশেষভাবে কৃতজ্ঞতা জনাব বিশ্বজিৎ কুমার পাল (উপজেলা নির্বাহী অফিসার, নবিগঞ্জ-হবিগঞ্জ) !

কৃতজ্ঞতা জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ স্যার ও উপজেলা চেয়ারম্যার মহোদয়কে।

আজকের সৈনিকদল বিভাগের এম্বাসেডরদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদের সবার গুরু আব্দুস সামাদ স্যার ।।

এর আগে বিভিন্ন উপজেলায় এম্বাসেডরদের মাধ্যমে অনেক ভোট দেওয়া হয় ।।

মোঃ আল আমীন

ICT4E জেলা এম্বাসেডর, সুনামগঞ্জ।।