Loading..

খবর-দার

২৪ জানুয়ারি, ২০২০ ১০:৩৬ অপরাহ্ণ

মধুমেলায় জেলা শিক্ষক অ্যাম্বাসেডরদের মতবিনিময় সভা

যশোর জেলার কেশবপুরের সাগরদাঁড়ীতে অনুষ্ঠিত হলো যশোর জেলা শিক্ষক অ্যাম্বাসেডরদের মতবিনিময় সভা। কেশবপুর ও মণিরামপুর উপজেলার অ্যাম্বাসেডরদের আয়োজনে ‘মধুমেলা’য় ২৪ জানুয়ারী, শুক্রবার, যশোর জেলার নতুন অ্যাম্বাসেডরদের পরিচিতি ও মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। মাইকেল মধুসূদন দত্তের নিজ বাড়ি কেশবপুরের সাগরদাঁড়ির মধুসূদন মিউজিয়ামের অফিসকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুরের চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা অ্যাম্বাসেডর আবু হাচান সরদার। জেলা অ্যাম্বাসেডর ও মণিরামপুরের লখাইডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক উৎপল বিশ্বাসের সঞ্চালনে মধুসূদন মিউজিয়ামে নতুন অ্যাম্বাসেডরদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে পরিচিতি পর্ব শেষ করা হয়। পরে কপোতাক্ষ নদের পাড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 'মুজিব বর্ষ'কে সামনে রেখে পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সর্বোচ্চ উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে উক্ত সভায় মানসম্মত শিক্ষা ও শিক্ষায় আইসিটি ব্যবহারের মাধ্যমে আরও কার্যকরী ভূমিকা রাখা ও মুজিব বর্ষ উদযাপনের বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।