Loading..

উদ্ভাবনের গল্প

২৮ জানুয়ারি, ২০২০ ০৩:৩৮ পূর্বাহ্ণ

English reading skills improve

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের অন্তর্গত আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।মাদ্রাসাটি হাওর অঞ্চলে অবস্থিত। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে ভীতি বেশি। তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দুর করার জন্য এবং সকল শিক্ষার্থী যাতে  সঠিকভাবে রিডিং পড়তে পারে সে জন্য একজন শিক্ষার্থীকে দলনেতা বানিয়ে দিলাম।সে সবাইকে অক্ষরসহ রিডিং বলে দেবে সবাই তার সাথে সাথে পড়বে। এভাবেই বাচ্চাদের ইংরেজি ভীতি দুর করতে সক্ষম হয়েছি। ভালো লাগলে আপনিও আপনার শিক্ষার্থীদের এ পদ্ধতিতে রিডিং পড়িয়ে দক্ষ করতে পারেন। সবাইকে আমার ভিডিও দেখার অনুরোধ রইল।