Loading..

উদ্ভাবনের গল্প

২৮ জানুয়ারি, ২০২০ ০১:০৬ অপরাহ্ণ

"কাক ও কলসির গল্প" মোঃ মনিরুল ইসলাম,সহকারি শিক্ষক, ৩০নং শতখালী পূর্বপাড়া সরকারি প্র‍াথমিক বিদ্যালয়, শালিখা, মগুরা। ০১৭২০২৬২৮৩৬
img
Md.Manirul Islam

সহকারী শিক্ষক

               "কাক ও কলসির গল্প"

বড় একটা মাঠ। মাঠের ওপারে ঘন বন।এক ছিল কাক।সে খাবারের খোঁজে বনে যেতে চাইল।সে উড়তে শুরু। উড়তে উড়েতে তার খুব পিপাসা পেল।সে এদিকে ওদিক তাকাল পানির খোঁজে।তখন একটা কলসি পড়ল তার চোখে।সে খুব খুশি হলো।উড়ে গিয়ে বসল কলসির উপর।সে দেখল পানি কলসির তলায়।কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে কিন্তু নাগাল পেল না।কাক তখন কলসিটাকে কাত করতে চাইল। কিন্তু পারল না।তাই পানি খাওয়াও হলো না।তার খব দুঃখ হলো।সে এদিক ওদিক তাকাল।কাছেই দেখতে পেল অনেক নুড়ি।তার মাথায় একটা বুদ্ধি এলো।সে একটা করে নুড়ি আনতে লাগল।ফেলতে লাগল কলসির ভিতরে।কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়ল। তলার পানিও উপরে উঠতে লাগল।এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেলল। এক সময় পানি কলসির মুখে উঠে এলো।তখন কাকটি প্র‍াণ ভরে পানি পান করল।  তার পিপাসা মিটল।কাক খুশি মনে ডানা ঝাড়া দিল তারপর উড়াল দিল বনের দিকে।