Loading..

উদ্ভাবনের গল্প

২৯ জানুয়ারি, ২০২০ ০৯:১৪ পূর্বাহ্ণ

সবুজ ও পরিচ্ছন্ন স্কুল

স্বপ্নের স্কুল গড়ি, নিজেকে দিয়ে শুরু করি পরিচ্ছন্ন ও সবুজ স্কুল পরিচ্ছন্ন স্কুল -- আমাদের স্কুলকে পরিচ্ছন্ন করতে আমরা আজ থেকে একটা যুদ্ধ শুরু করেছি। আমাদের একদিনের ফেবুতে ঝড় তুলতে চাই না। আমরা চাই টেকসই উন্নয়ন। এজন্য আমরা শিক্ষার্থীদের নিয়ে ৭ টি দল গঠন করেছি, যারা সরাসরি পরিচ্ছন্নতা কাজে যুক্ত থাকবে। ৩জন শিক্ষক এই টিমগুলোকে মনিটরিং করবে। সপ্তাহে ২ দিন পরিচ্ছন্নতার কাজ গুলো চলবে। পুরো বিষয় গুলো রেজিস্টার মেইন করা হবে। সবুজ স্কুল- পরিছন্ন ও সবুজ স্কুল গড়ার যে যুদ্ধ আমরা শুরু করেছি গতকাল , আজ বলব সবুজ স্কুল গড়ার গল্প। সেজন্য আমরা গঠন করেছি সবুজায়ন দল। এই সবুজায়ন দলকে তিনটি অংশে ভাগ করেছি। ১. বাগান ( তিনটি দল) ২. শ্রেণী কক্ষ ফুলের টব দিয়ে সজ্জিতকরন (তিনটি দল) ৩. বারান্দা ফুলের টব দিয়ে সজ্জিতকরন ( তিনটি দল) এইদল গুলো মনিটরিং করবে তিনজন শিক্ষক। সপ্তাহে ২দিন তাদের তত্ত্বাবধানে এইসব দলের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সবুজায়নের কাজে অংশগ্রহণ করবে। আমরা চাই একটা সবুজ স্কুল। একদিনের জন্য না। আমরা চাই টেকসই উন্নয়ন। মোটিভেশন ---- শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা,ড্রেস ,নিয়মিত স্কুলে আসা ও সবুজ স্কুল গড়া প্রভৃতি বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা ও অনুপ্রেরনা যোগানোর জন্য ১০ জনের একটি দল কাজ করে ১ জন শিক্ষকের তত্বাবধানে।