Loading..

উদ্ভাবনের গল্প

০১ ফেব্রুয়ারি , ২০২০ ০৭:৩৬ অপরাহ্ণ

প্রাক প্রাথমিক পাঠদান কৌশল

প্রাক প্রাথমিক পাঠদান কৌশল ,শিশুদের আনন্দ দানের মাধ্যমে শিক্ষাদান,তথ্য প্রযুক্তির ব্যবহার করে শিশুদের পাঠদান , শিশুদের গল্প বলে ,সহজলভ্য উপকরনের মাধ্যমে যোগ বিয়োগ, সংখ্যার ধারনা দেওয়া, বিভিন্ন পশুপাখির ডাক শোনা, লেখা শেখানো,সকল শিশুদের লেখা একই রকম করা,প্রাক প্রাথমিক সহায়িকা খুবই গুরুত্ববহন করে,প্রাক প্রাথমিক শিশুদের শিখনফল শতভাগ করতে পারলে বিদ্যালয়ে অন্য শ্রেণিতে ভাল করতে পারবে বলে আমার বিশ্বাস। প্রতিটি শিশুর শিখনফল শতভাগ।