Loading..

খবর-দার

০৩ ফেব্রুয়ারি , ২০২০ ১০:১৮ অপরাহ্ণ

প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহে অভ্যন্তরীণ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রতি বছরের মতো প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়ে গেল অভ্যন্তরীণ বিজ্ঞান মেলা ২০২০। ২৮ জানুয়ারি বিজ্ঞান মেলার পাশা পাশি সততা সংঘ, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়, দেশাত্মবোধক গান, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা। ক্ষুদে বিজ্ঞানীদের অসংখ্য প্রজেক্ট মেলা প্রাঙ্গণকে আকর্ষনীয় করে তোলে। প্রভাতি ও দিবা শাখার শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ প্রায় ৪ সহস্রাধিক মানুষ মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন দেখে চমৎকৃত হন। মেলা শেষে ৪ ক্যাটাগরির ১২ জন বিজ্ঞানীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সিটিকর্পোরেশন, ময়মনসিংহের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব শীতল সরকার, ম্যানেজিং কমিটির সদস্য জনাব ইউনুস আলম, জুলফিকার আলম রুবেল, মানিক সরকার ও আবুল কাশেম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক জনাব চাঁন মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলা’র সদস্য সচিব রিপন কুমার সরকার ও সিনিয়র শিক্ষক জনাব মুহাম্মদ গোলাম হক।