Loading..

ভিডিও ক্লাস

০৪ ফেব্রুয়ারি , ২০২০ ০৯:৩৮ অপরাহ্ণ

ফাযানের নীতি

আয়নিক যৌগ মূলত আয়নিক ও সমযোজি চরিত্রের জটিল মিশ্রন। ক্যাটায়নটি যখনই অ্যানায়নের নিকটে আসে তখন কিছুটা হলেও ইলেকট্রন ক্যাটায়নের দিকে সরে আসে। বিষয়টিকে বলা হয় পোলারায়ন। পোলারায়নের মাত্রা যত বেশি আয়নিক যৌগ তত বেশি সমযোজি চরিত্রের অধিকারী হয়।