Loading..

ভিডিও ক্লাস

০৭ ফেব্রুয়ারি , ২০২০ ০৮:৩৭ অপরাহ্ণ

দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক উৎসব-২০২০খ্রি. ফাইনাল রাউন্ডঃ-

দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক উৎসব-২০২০খ্রি. ফাইনাল রাউন্ডঃ-

আয়োজনেঃ বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ, চাঁদপুর।

বাস্তবায়নেঃ সততা সংঘ, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়

অর্থায়নেঃ দুর্নীতি দমন কমিশন (দুদক)

বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক উৎসব-২০২০খ্রি. ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় দুদক কর্তৃক নির্ধারিত বিষয়ঃ ''মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে'' ৯ম ও ১০ম শ্রেনীর মাঝে যুক্তি তর্কের মাধ্যমে বিতর্কটি অনুষ্ঠিত হয়। পক্ষ দল ১০ম শ্রেণি আর বিপক্ষ দল ৯ম শ্রেণি। পক্ষ দলের সদস্যরা হলেন- ১। তানজিদা নাহার নয়ন-১ম বক্তা, ২য় বক্তা-ফারহানা আক্তার মীম ও দলনেতা সানজিদা ইসলাম ইকরা। বিপক্ষ দলের সদস্যরা হলেন- ১ম বক্তা- শাহমীম আক্তার ইরিন, ২য় বক্তা- সুমাইয়া আক্তার ও দলনেতা জারিন রহমান।

অনেক যুক্তি তর্কের মাধমে বিচারকগণ বিপক্ষ দলকে বিজয়ী ঘোষনা করেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন- বিপক্ষ দলের দলনেতা -জারিন রহমান।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও অতিথি গন প্রত্যেক দলকে পুরষ্কার প্রদান করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিরিয়র শিক্ষক মোঃ শরীফুল ইসলাম।