Loading..

খবর-দার

১০ ফেব্রুয়ারি , ২০২০ ০৭:৩২ অপরাহ্ণ

অমর একুশে গ্রন্থমেলায় স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্যকেন্দ্র

অমর একুশে গ্রন্থমেলায় স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্যকেন্দ্র। ডিজিটাল বাংলাদেশ এবং বইমেলার তথ্য জানতে চলে আসুন ১১০ নম্বর স্টলে (বাংলা একাডেমির অংশে নজরুল মঞ্চের পাশে)। এ তথ্যকেন্দ্রটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এটুআই-এর উদ্যোগে স্থাপন করা হয়েছে।  


মেলায় আগত বইপ্রেমীরা ডিজিটাল তথ্যকেন্দ্রে মেলার ম্যাপ, স্টল নম্বর, নতুন ও পুরাতন বইয়ের তথ্য, বিভিন্ন প্রকাশনী ও লেখকদের প্রকাশিত বইয়ের নামসহ প্রয়োজনীয় যেকোনো তথ্য জানতে পারবেন। আমার সরকার বা মাইগভ অ্যাপের মাধ্যমে এবং কলসেন্টার ৩৩৩ নম্বরে কল করেও বইমেলার তথ্য পাওয়া যাচ্ছে।


এই তথ্যকেন্দ্রে রয়েছে কিশোর বাতায়নের মাধ্যমে অনলাইন নিরাপত্তা বিষয়ক কুইজ প্রতিযোগিতা, অনলাইনে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কোর্সের তথ্য, অনলাইনে সত্য-মিথ্যা যাচাই সম্বলিত ফটোবুথ এবং আইসিটি বিভাগ ও এর আওতাধীন সকল দপ্তর/সংস্থার বিভিন্ন প্রকাশনীর পাশাপাশি ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম নিয়ে প্রকাশনাসমূহের প্রদর্শনী। দর্শনার্থীদের জন্য রয়েছে ফ্রি ইন্টারনেট সুবিধা।