Loading..

প্রেজেন্টেশন

১৩ ফেব্রুয়ারি , ২০২০ ০২:২১ অপরাহ্ণ

একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ

চারপাশের পরিবেশে অগণিত উদ্ভিদ দেখা যায়। এসব উদ্ভিদের আকার ও গঠনে অনেক ভিন্নতা রয়েছে এদের মধ্যে  সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য দেওয়া হলো

♦ এসব উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে।

♦ এদের ফুল, ফল ও বীজ হয়।

♦ এদের পত্রকক্ষে ছোট ছোট ফুল হয়।

♦ গর্ভাশয় বড় হয়ে ফলে পরিণত হয়।

♦ এদের মূল সাধারণত ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়।