Loading..

খবর-দার

১৮ ফেব্রুয়ারি , ২০২০ ১০:১২ অপরাহ্ণ

Dream For Tomorrow

চোখ রাখুন বাতায়নে। খুব শিঘ্রই হাজির হব "Dream For Tomorrow" নিয়ে। শিক্ষার্থীর আগামীর স্বপ্ন বাস্তবায়নে আমরা ICT4E জীবননগর, চুয়াডাঙ্গা বন্ধপরিকর। আমাদের পদক্ষেপ সমূহ:-

  • * প্রতি মাসে উপজেলা ১০০ জন শিক্ষার্থীকে কিশোর বাতায়নের সদস্য করণ।
  • * প্রতি মাসে উপজেলা ১০০ জন শিক্ষককে শিক্ষক বাতায়নের সদস্য করণ এবং এভাবে নিজ জেলার সকল শিক্ষকদের বাতায়নের সদস্যভুক্ত করণ।
  • * উপজেলার বেকার যুবকদের স্বাবলম্বি করণে মুক্তপাঠের সদস্য করণ কোর্স এনরোলমেন্ট করণ।
  • * উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব ব্যবহার করে ছাত্র/ছাত্রীদের IT তে দক্ষ করণ।
  • * অপেক্ষাকৃত কম মেধাবী ছাত্র চিহ্নিত করে তাদের কর্মদক্ষ করণ।
  • * গরীব মেধাবী শিক্ষার্থদের চিহ্নিত করে তাদের লেখাপড়ার খরচ যোগান নিশ্চিত করণ।

আরো কিছু পদক্ষেপ আছে যেগুলো সকলের সহায়তায় আস্তে আস্তে বাস্তবায়ন করব।