Loading..

খবর-দার

২৪ ফেব্রুয়ারি , ২০২০ ১০:৪৩ অপরাহ্ণ

মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদান

এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।এরই ধারাবাহিকতায় চাপাইনবাবগঞ্জ জেলার চাপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২১৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২০০ শিক্ষককে মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদানের জন্য সাবক্লাস্টার প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।Multi শব্দের অর্থ বহু বা অনেক, Media শব্দের অর্থ মাধ্যম।একইসাথে বর্ণ,শব্দ,ছবি ব্যবহার করে যে পাঠদান করা হয় তাকে বলে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান।মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করলে শিশুরা পাঠে মনোযোগী হয় ফলে সহজেই শিখনফল অর্জিত হয় এবং শিখন স্থায়ী হয়।তাই বর্তমানে মাল্টিমিডিয়া ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট দিয়ে পাঠদান বাধ্যতামূলক করা হচ্ছে। সাবক্লাস্টার প্রশিক্ষন ম্যানুয়াল তৈরি করেছেন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা রিরোস সেন্টার।এমনি একটি সাবক্লাস্টার প্রশিক্ষনে উপস্থিত আছেন চাপাইনবাবগঞ্জ জেলার সৎ ও সুযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম স্যার। আর ও উপস্থিত আছেন চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা রিরোস সেন্টারের সম্মানীত ইন্সট্রাক্টর জনাব মোঃ রুহুল আমিন স্যার এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মুহাঃ তাশেম উদ্দীন স্যার।উক্ত প্রশিক্ষন টিতে আমি সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িতব পালন করি।