Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৭ ফেব্রুয়ারি , ২০২০ ১২:১৪ পূর্বাহ্ণ

৪র্থ শ্রেণি_বাংলাদেশ ও বিশ্বপরিচয়_৩য় অধ্যায়_বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী-মারমা
  • বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা। মারমাদের বসবাস খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান। মারমাদের নিজেদের রাজা আছেন। এছাড়া গ্রামে গ্রাম প্রধান থাকেন। ভাতের সাথে নানা ধরণের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন। তারা শুটকি মাছের ভর্তা খান যা ‘নাপ্পি’ নামে পরিচিত। বাড়িঘর উঁচু স্থানে মাচা করে তৈরি করা হয়। মারমারা জুম পদ্ধতিতে চাষ করে। মাছ ধরা, কাপড় তৈরি ও ব্রিক্রি কোঁড়ে জীবিকা নির্বাহ করে। তারা পূর্বে নানা ধরণের ওষুধি গাছ থেকে ওষুধ তৈরি করে ব্যবহার করত। তবে এখন সবের মতো আধুনিক ও ওষুধ ব্যবহার করে থাকেন। মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোষাকের নাম ‘থামি’ ও ‘আঙ্গি’। অবশ্য বর্তমানে মারমা ছেলে-মেয়েরা আধুনিক পোষাকই বেশি পরে। মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধ ধর্মের সকল উৎসব পালন করে। প্রতিমাসে তারা পূর্ণিমার সময় ‘লাবরে’ পালন করেন। এছাড়া প্রতি বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা ‘সাংগ্রাই’ উৎসব উদযাপন করেন। এই বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি