Loading..

প্রকাশনা

২৯ ফেব্রুয়ারি , ২০২০ ১০:৩৫ অপরাহ্ণ

বসন্ত এসেছে তাই

গুনগুন শব্দে মুখরিত বাতাস

বৃক্ষ শাখায় পাখিদের কলরব,

মৌ মৌ গন্ধে আবিষ্ট চারপাশ।

মনের গহীন কঠোরে কি এক 

চঞ্চলতা উকি দিয়ে যায়,

ভেবে পাই না কি তার রহস্য?

উদাস দুপুরে পরিশ্রান্ত দেহ

অথর্ব অসার হতে চাই,

চখের পাতায় কে যেন

প্রশান্তির পরশ পাথর ছুইয়ে যায়।

বড়ই প্রশান্তি সে পরশে।

এ দেহ মনে থেকে থেকে

ভাবের আবেশ উদ্বেলিত হয়,

ভেবে পাই না কি তার রহস্য?

হঠাতই দেখি শিমুলের শাখায়

শত সহশ্র রঙ্গিন ফুল।

ঝাকে ঝাকে শালিকের দল

এডাল থেকে ওডালে নেচে নেচে

কিচিরমিচির রবে প্রকৃতিকে

মাতিএ তুলছে।

আমি সম্বিত ফিরে পেলাম,

এধরা রঙ্গিন হবেই

বসন্ত এসেছে তাই



আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি