Loading..

খবর-দার

০৭ মার্চ, ২০২০ ১২:২২ পূর্বাহ্ণ

ডিজিটাল লিটারেসি

আমরা হাজার চেষ্ঠা করেও আমাদের ছেলে মেয়ে দেরকে মোবাইলফোন ও ইন্টানেট থেকে দূরে রাখতে পারছি না। তাই ডিনেট, ইউনিসেফ ও a2i এর যৌথ উদ্দ্যেগে সারা বাংলা দেশে ৩৭০০০ শিক্ষার্থীকে নিরাপদ ভাবে ইন্টারনেট ব্যবহার এর উপর পাইলট প্রোগ্রাম হিসেবে প্রশিক্ষন দেওয়া হবে। তাই ১০০ জন অ্যাম্বাসেডর শিক্ষককে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ঢাকা টিটিসি তে প্রশিক্ষন দেওয়া হয়। 

তাই অ্যাম্বাসেডর পরিবারের পক্ষ থেকে a2i কে ধন্যবাদ জানাচ্ছি।