Loading..

ম্যাগাজিন

০৮ মার্চ, ২০২০ ১০:০৩ অপরাহ্ণ

বিষয় ভিত্তিক প্রশিক্ষণ হিসেবে আমার কিছু কথা।

২০/০২/২০২০ ইং হতে ২৬/ ০২/২০২০ ইং পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশিক্ষণ,  আয়োজনে ইউ আর সি দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ। যথারীতি অন্যান্য প্রশিক্ষণের মতোই শুরু হয় উক্ত প্রশিক্ষণ। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত   ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ বজলুর রহমান ও দক্ষিণ সুনামগঞ্জ ইউ আর সি ইন্সট্রাক্টর জনাব মোঃ আব্দুল মান্নান মিয়া। সহায়ক হিসেবে ছিলাম আমি বেনু রঞ্জন মজুমদার ও আমার সাথে ছিলেন প্রধান শিক্ষক জনাব বিপুল চক্রবর্তী। ছয় দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে  ছয় দিন  ব্যাপি প্রশিক্ষণ শেষে এটা উপলব্ধি হয় যে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এমন একটি বিষয় যার মধ্যে রয়েছে নৈতিক শিক্ষা,   সামাজিক শিক্ষা,  বিজ্ঞান, ভূগোল ইত্যাদি অনেক বিষয়ের মিশ্রণ। যা ম্যানুয়াল অনুযায়ী যে ছয়টি দিন পাওয়া যায় তা আমার মনে হচ্ছে যথেষ্ট নয়।  তাই কতৃপক্ষের কাছে আমার এই ক্ষুদ্র নিবেদন যদি প্রশিক্ষণের সময় দশদিন করা হয় তবে প্রশিক্ষণ আরও অধিক  ফলপ্রসূ  হবে।                                                                          

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি