Loading..

খবর-দার

০৮ মার্চ, ২০২০ ১০:২১ অপরাহ্ণ

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ এর উদ্ভোধনী অনুষ্ঠানে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব জেবুন নাহার  শাম্মী স্যার,শ্রদ্ধেয় আশীষ    স্যার ও এনামুল কবির ভাই,বিশ্ব সাহিত্য কেন্দ্রের  আব্দুল মালেক ভাই সহ আমরা। SAPIENS ( মানব জাতির সংক্ষিপ্ত ইতিহাস)  বইটি কিনি আশীষ স্যার ও এনামুল কবির ভাইয়ের পরামর্শে। উল্লেখ্য যে রথপাড়া সপ্রাবি ও আমার কর্মরত সিচনী সপ্রাবির শিক্ষার্থীরা অনেকগুলো বই কিনে। একটা সময় বই ছিলো আমাদের  বিনোদনের একটি অংশ।  অথচ বিংশ শতাব্দীর পৃথিবীতে এসে আমরা অনেকেই বই থেকে দূরে সরে যাচ্ছি দিন দিন। হ্যাঁ স্বীকার করছি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বিনীর্মানে তথ্য  প্রযুক্তির প্রতি আমাদের আগ্রহ অবশ্যই থাকা উচিৎ কিন্তু তাই বলে আমাদের জীবনে বইয়ের গুরুত্বকেও আমরা অস্বীকার করতে পারিনা।  তাই আসুন আমরা বেশি করে বই পড়ি ও প্রিয়জনদের বই উপহার দেই।