Loading..

খবর-দার

০৮ মার্চ, ২০২০ ১০:৩১ অপরাহ্ণ

"আন্তর্জাতিক নারী দিবস - 2020" নারী পুরুষের সম অধিকার মুজিব বর্ষের অঙ্গীকার।





"আন্তর্জাতিক নারী দিবস - 2020" নারী পুরুষের সম অধিকার মুজিব বর্ষের অঙ্গীকার।

স্থানঃ বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলার অডিটোরিয়াম।

আয়োজনেঃ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর,ফকিরহাট,বাগেরহাট।

“আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস।এই দিবসটি উৎযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস।নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য । বাংলাদেশেও ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতার লাভের পূর্ব থেকেই এই দিবসটি পালিত হতে শুরু করে।অতঃপর ১৯৭৫ খ্রিস্টাব্দে ৮ মার্চকে আন্তর্লাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের আহবান করলে এরপর থেকে সারা বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে।

হ্যাঁ, আমি নারী তাই যে আমি পারি হাজার বাঁধার মাঝেও আমি স্বপ্ন দেখতে ভালোবাসি।আমি নারী হতে পেরে গর্বিত। আমি বলবো হে নারী তুমি এগিয়ে যাও।কখনও কারো কাছে মাথা নুইয়ে দিও না। নারী বলে কোন কাজে পিছিয়ে থাকবো না। আন্তর্জাতিক নারী দিবসে সকল মা,বোন ও কন্যা সন্তানদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা।