Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৩ মার্চ, ২০২০ ০৯:০৪ অপরাহ্ণ

শিক্ষিক বাতায়নে এম্বাসেডর বৃদ্ধিকরণ।

আই.সি.টি, উদ্ভাবনী আইডিয়া, যোগ্য নেতৃত্ব সৃষ্টি ও নানাবিধ কার্যকলাপের মাধ্যমে শিক্ষকদের শানিত করনে সব কাজ করে যাচ্ছে a2i  এর ICT Division. আর এ প্রতিযোগিতার মাধ্যম হচ্ছে শিক্ষক বাতায়ন।মোবাইলের ডাটা অন করলে একবার শিক্ষক বাতায়নে প্রবেশ করেনা এমন সক্রিয় সদস্য খুজে পাওয়া মনে হয় অসম্ভব। আমার মত অনেকেই আছেন যাদের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে শিক্ষক বাতায়নে কাজ করতে পারা। আমার কর্মক্ষেত্র  হচ্ছে খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলা উপজেলা। শিক্ষক বাতায়নে মোট ৪৩ জন এম্বাসেডর আছেন। তার মধ্যে মাত্র ২ জন মোংলা উপজেলার। আমাদের আই.সি.টি কর্মকান্ড কতটা বেগবান তা a2i কর্তৃপক্ষ অবহিত। এই মুহুর্তে আমি সহ আরও অনেক শিক্ষক আছেন যারা বিটিটি প্রশিক্ষনে ১ম, ২য় ও ৩য় হয়ে মাঠ পর্যায়ে ইনহাউজ প্রশিক্ষণ করিয়ে শিক্ষকদের প্রশিক্ষিত করে যাচ্ছেন। এবং আমরা এম্বাসেডর হওয়ার সকল ক্রাইটেরিয়া পূর্ন করে ইতিমধ্যে আবেদন করেছি। ICT কে এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমি খুবই আশাবাদী মুজিব শতবর্ষ উপলক্ষ্যে  a2i কর্তৃপক্ষ আমাদের এই আবেদন গুলি বিবেচনায় নিয়ে বাগেরহাট জেলার মোংলা উপজেলার  এম্বাসেডর টিমকে শক্তিশালি করে আমাদের কাজকে আরও বেগবান করবেন।

বিনীত,

মোঃ মুনীর আহম্মেদ

সহকারী শিক্ষক(গণিত)

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, মোংলা

মোংলা, বাগেরহাট।

মোবাইলঃ ০১৯১৭-৭৮৬৮৯৯।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি