Loading..

নেতৃত্বের গল্প

১৬ মার্চ, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ

সমস্যা সমাধানভিত্তিক শিখন ও গাঠনিক মূল্যায়ন-প্রজেক্ট -১

বিষয়: প্রাথমিক বিজ্ঞান শ্রেণি: চতুর্থ, অধ্যায়: ১- জীব ও পরিবেশ পাঠ : পরিবেশের পরিবর্তন শিখনফল: 1.2.1 বিভিন্ন কারনে পরিবেশের পরিবর্তন ঘটে তা উল্লেখ করতে পারবে। দল: ৪টি( জবা,গোলাপ,জবা,ডালিয়া) সমস্যাঃ বিদ্যালয়ের এলাকার লোকজন জ্বালানী, জীবিকা ও গৃহনির্মানের জন্য অনবরত গাছ কেটে চলেছে। যে কারনে গ্রামে পরিবেশের পরিবর্তন হয়ে তাপমাত্রার পরিমান বেড়ে গেছে। সমস্যা সমাধান ভিওিক শিখন পদ্ধতি ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি আলোড়ন সৃষ্টি করে। উন্নত প্রশিক্ষণ পেলে এই পদ্ধতি সকল প্রাথমিক বিদ্যালয়ে ছড়িয়ে দেয়া সম্ভব। এই শিখন পদ্ধতির বড় পজেটিভ দিক হলো, শিক্ষার্থীরা আগে সমস্যা সনাক্ত করতে পারত না, প্রশ্ন করার ক্ষমতা ছিল না, পর্যবেক্ষণ ক্ষমতা ছিল না, সবার সাথে মিশতে পারতো না। আশ্চার্যের বিষয় এখন এই দক্ষতাগুলো তারা অর্জনে সক্ষম হয়েছে।