Loading..

মুজিব শতবর্ষ

১৯ মার্চ, ২০২০ ১২:৪৫ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সিটি কলেজ বৃক্ষরোপণ ও অন্যান্য কর্মসূচী পালিত হয়।

মুজিবর রহমান।

ওই নাম যেন বিসুভিয়াসের অগ্নি-উগারী বান।

বঙ্গদেশের এ প্রান্ত হতে সকল প্রান্ত ছেয়ে,

জ্বালায় জ্বলিছে মহা-কালানল ঝঞঝা-অশনি বেয়ে ।

বিগত দিনের যত অন্যায় অবিচার ভরা-মার।

হৃদয়ে হৃদয়ে সঞ্চিত হয়ে সহ্যে অঙ্গার ;

দিনে দিনে হয়ে বর্ধিত স্ফীত শত মজলুম বুকে,

দগ্ধিত হয়ে শত লেলিহান ছিল প্রকাশের মুখে ; ...

বঙ্গবন্ধু শেখ মুজিবুর (১৯২০-১৯৭৫)  জাতির জনক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি (২৬ মার্চ ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২)। শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুষ্টিয়া সিটি কলেজে   বৃক্ষরোপণ ও রচনা প্র তিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। শিক্ষার্থী,শিক্ষক/কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যগন এ সময় উপস্থিত ছিলেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি