Loading..

খবর-দার

১৯ মার্চ, ২০২০ ১০:৪০ পূর্বাহ্ণ

আজ শেষ দিবস। BTT প্রশিক্ষণ চলছে । সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজ.। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
  1. বিটিটি প্রশিক্ষণ/২০২০ ইং

    হোসাইন আহমদ মৌজুদী

    ব্যাচ-২৫,আইডি-৭২৩

    বন্দর থেকে আম্বরখানা মোড় হয়ে

    বালুচরে অবস্থিত সিলেট টিটি কলেজ,

    বারো দিনের আইসিটি ট্রেনিং-

    পেয়েছি মোরা যথেষ্ট নলেজ।।

    কী-বোর্ড ধরা জানতো না মোটেই যে জন

    নিরলস প্রশিক্ষক গণের টিচিং দানে

    ইন্সার্ট এনিমেশন, কন্টেন্ট তৈরিতে

    অভিজ্ঞ হলেন সে জন।।

    শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

    আইসিটিতে এসেই পেলাম অবগতি

    টিটি কলেজের শিক্ষক মহোদয়গণ

    বহু দক্ষতা তাদের ,কী করিব বর্ণন।।

    নয়টা থেকে একটানেতে পাচঁটায়

    বিরতিহীন ক্লাসচলে প্রজেক্টরের ছায়ায়,

    সলাত হয় ফাঁকে ফাঁকে কাগজের পটুলিতে

    নাস্তা এগারোটায়।।

    দুপুর ও রাতের আহার টিটি হোস্টেলে

    প্লেট ওয়াশের প্রশিক্ষণ সারি বেধে চলে ।

    নেতা ও কেপ্টেন হওয়া সবাই নাহি চান,

    এম্বাসেডর লোকমান খান তিনিই দায়ীত্ব পান

    সেই দায়ীত্ব পালনে সজাগ দৃষ্টি রেখে

    টিকিট ছিড়ে বিতরণ সবার হাতে হাতে

    টাকা দিয়ে পাতলা টিকিট নিতে হয় সবে,

    সেই টিকিটে তরকারির একটি বাটি রবে।

    সবজি প্লেটে বসতে হয় নিজ নিজ সীটে,

    টেবিলেতে ডাল-ভাত মিটাও তোমার ক্ষিধে।।

    প্রশিক্ষণের সমাপ্তিতে উপনীত মোরা

    মানষ গড়ার কারিগড় ছিলাম নব্বই জনা।

    বিদায় ক্ষণে কারো দীলে ন থাকিবে

    কালিমার কণা।।