Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

২১ মার্চ, ২০২০ ১০:১২ পূর্বাহ্ণ

দেশে নারী শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব

যে জাতি নারীদের শিক্ষিত করে তুলতে পারে, সে জাতির উন্নতি অবধারিত। বিষয়টি উপলব্ধি করে শেখ হাসিনা সরকার দেশে নারী শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছে। একসময় নারী শিক্ষা ছিল শুধু উচ্চবিত্ত ও শহরের কিছু পরিবারের মধ্যে সীমাবদ্ধ। সেই ধারণা থেকে বেরিয়ে এসে নারী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ আজ ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। প্রায় শতভাগ মেয়েই এখন স্কুলে যাচ্ছে। মেয়েদের জন্য বিদ্যালয়ে যে পরিবেশ থাকা দরকার, সরকার তা নিশ্চিত করেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতায় ৬০ ভাগ নারী শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ প্রথম স্থানে অবস্থান করছে। শেখ হাসিনার সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর নারী শিক্ষার উন্নয়নের জন্য নানাবিধ কর্মসূচি ও প্রকল্প গ্রহণ শুরু করেন। নারীকে রাজনীতিক ও আর্থনীতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাকে নারীর ক্ষমতায়নের প্রধানতম চালিকাশক্তি হিসেবে বিবেচনায় আনা হয়েছে। শেখ হাসিনা নারীর কার্যকর ক্ষমতায়নের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি