Loading..

খবর-দার

২২ মার্চ, ২০২০ ১১:৩৮ অপরাহ্ণ

প্রাপ্তি ও দায়বদ্ধতা

০৬/ ০২/২০২০ ইং আমার কর্মরত সিচনী সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ব্যবস্থাপনা কমিটি, এলাকাবাসী ও আমার ছোট্ট সোনামনিরা আমাকে আমার প্রাপ্তির সৌজন্যে এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন।  এতে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ইউ আর সির সুযোগ্য ইন্সট্রাকটর জনাব মোঃ আব্দুল মান্নান মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ব্যবস্থাপনা কমিটির সভাপতি- সদস্যবৃন্দ, কোমলপ্রাণ শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী, সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মোঃ সেলিম রেজা। এ সম্মাননা নিতে গিয়ে একদিকে যেমন পুলকিত ছিলাম অপরদিকে ছিলাম খুব ভয়ে।  ভয় ছিলো এ জন্য যে আমি এই সম্মান ও দায়িত্ব কতটুকু অক্ষুণ্ণ রাখতে পারবো / পালন করতে পারবো। a2i কতৃক ICT4E জেলা এম্বাসেডর পাওয়ার কারনে ছিলো এই আয়োজন। আমার কর্মরত বিদ্যালয়ে আমি যদিও মাল্টিমিডিয়া ব্যবহার করছি,  কিন্তু জেলা ও বিশেষ করে আমার নিজ উপজেলায় ( দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ)  যেসব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রদর্শনের  সুযোগ আছে সে সমস্ত বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে মাল্টিমিডিয়া  চালু করতে না পারলে আমার এ প্রাপ্তি কতটা সফল হবে।  আমার বিশ্বাস আমরা অবশ্যই পারবো।