সময় বড় নিষ্ঠুর

হাত উচিয়ে আকাশ পানে
চাইছে করিম চাচা,
দুপুর বুঝি পেরিয়ে গেলো?
বুঝছি নারে বাছা।
এখন বড় অসহাই লাগে
সঙ্গি সাথি কেহ নাই,
পরপারে আমি করবটা কী
এই ভেবে করি হাই! হাই!
চোখে আর তেমন দেখতে পাইনা
কাছে কিবা বহুদুর,
শরীরটাও দেই না সাড়া
আসে যদি কোনো হুর।
যে লাঠির বলে ছলেবলে কলে
ভেঙ্গেছি লোকের হাড়
আজ সেই লাঠি হয়েছে যে সাথি
দোষ দেবো বলো কার?
একদা আমার নাম ডাক ছিলো
আমিজে মহা পালোয়ান,
সময়ের শ্রোতে ভেষে ভেষে শেষে
হোয়ে গেছে সব ম্লান।
যৌবন কালে শক্তি ও বলে
হারিয়েছি কত মদ্দোকে
চাহিদা ছিলো অনেক বেশি
আটবেনা এক ফদ্দোতে।
গ্রামের যত প্রভাবশালী
বিত্তবান আর জ্ঞানী
সকলের জল করেছি ঘোলা
দিয়েছি যে দৌড়ানি।
পরের ভাল দেখলেই তথা
জ্বলেছি যে নিজ অনলে
এখন আমার হোয়েছেটা কী
বুঝতে পারিনা কেন যে?
সময় সে যে নিষ্ঠুর বড়
প্রতিশোধ বুঝি নিতে চাই
পরপারে আমি করবটা কী
এই ভেবে করি হাই! হাই!

মতামত দিন


মেফতাহুন নাহার
শুভেচ্ছা -অভিনন্দন ও শুভকামনা। আমার কনটেন্টগুলো দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

মো: রজব আলী
ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাতায়নের সাথে থাকুন। লাইক ও পূর্ণ রেটিংসহ অসংখ্য শুভকামনা । আমার কনটেন্টগুলো দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনার সুস্থতা কামনা করছি

প্রশান্ত কুমার দাস
পূর্ণ রেটিং সহ শুভকামনা। আমার কন্টেন্ট দেখে আপনার মূল্যবান মতামত ও রেটিং প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি।

মোঃ গোলাম ওয়ারেছ
লাইক ও পূর্ণ রেটিং সাথে অসংখ্য শুভকামনা। শ্রদ্ধেয় প্যাডাগোজি স্যার, রেটার মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতাগণ, সেরা উদ্ভাবক, সেরা নেতৃত্ব এবং শিক্ষক বাতায়নের সকল স্যার ম্যাডামগন দয়া করে আমার সি প্রোগ্রামের উপর তৈরীকৃত সাধনার ২৮ নং কন্টেন্ট দেখে সুচিন্তিত মতামত, লাইক ও রেটিং প্রদানের অনুরোধ রইল। করোনার হাত থেকে করুনাময় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই আমরা সচেতন হই। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের না হই এবং হাত সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধৌত করি, বালিশের কভার প্রতিদিন পরিবর্তন করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি । সবুজ শাকসবজি খাই, ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাই এবং প্রচুর পানি পান করি। করোনা প্রতিরোধে আমরা সবাই সবাইকে সচেতন করি। মোঃ গোলাম ওয়ারেছ ICT4E জেলা অ্যাম্বাসেডর , বেলকুচি, সিরাজগঞ্জ। সবাইকে ধন্যবাদ।

দেলওয়ারা বেগম
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার কনটেন্টগুলো দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

হাজেরা আক্তার মনি
লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভ কামনা রইলো। আমার কনটেন্টগুলো দেখে রেটিং, লাইক ও কমেন্ট দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি

মোঃ মেরাজুল ইসলাম
ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । চমৎকার নির্মাণের জন্য লাইক, কমেন্ট ও রেটিংসহ শুভেচ্ছা ও ভালবাসা রইল । আমার বাতায়ন বাড়িতে আমন্ত্রণ রইল ।

নুরুল আজিজ
সুন্দর। আমার কবিতা ' করোনা বন্দনা' দেখে লাইক, কমেন্ট ও রেটিং করলে খুশি হবো।

লাইলী আক্তার
লাইক এবং পূর্ণ রেটিংসহ ধন্যবাদ ও শুভকামনা রইল। আমার কনটেন্ট দেখে লাইক, রেটিং ও মতামত দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।

আব্দুল্লাহ আত তারিক
ভালো থাকুন, সুস্থ থাকুন । আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ । চমৎকার নির্মাণের জন্য লাইক, কমেন্ট ও রেটিংসহ শুভেচ্ছা ও ভালবাসা রইল । আমার বাতায়ন বাড়িতে আমন্ত্রণ রইল । আমার উপস্থাপন করা নবম-দশম শ্রেণির সাহিত্য কণিকা বইয়ের কবি সৈয়দ শামসুল হকের লেখা আমার পরিচয় কবিতাটি দেখার জন্য নিবেদন রইলো। লিংক - https://teachers.gov.bd/content/details/544114
সাম্প্রতিক মন্তব্য