Loading..

উদ্ভাবনের গল্প

২৬ মার্চ, ২০২০ ১২:০৭ পূর্বাহ্ণ

করোনা ভাইরাস ও আমাদের করণীয়

#কোভিট_১৯

আসুন আমরা নিজে সচেতন হয় অন্যকে সচেতন করি।

যেহেতু করোনা অত্যাধিক মাত্রায় ছোঁয়াচে। করোনার মতো মরণঘাতি ভাইরাসটি যেন সংক্রমন না করতে পারে সে জন্য সবাইকে স্ব- স্ব অবস্থান থেকে সর্তক থাকতে হবে। করোনা প্রতিরোধের জন্য আমাদের সচেতনতাই একমাত্র প্রতিষেধক। 

# ভাল করে সাবান দিয়ে নিয়মিত হাত ধুতে হবে।

# হাঁচি-কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখতে হবে।

# হাঁচি-কাশি দেয়ার সময় টিস্যু ব্যবহার করতে হবে এবং ব্যবহার শেষে তা আগুনে পুড়িয়ে ফেলতে হবে।

# ঠাণ্ডা বা ফ্লু আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে সতর্ক থাকতে হবে।

# মাংস, ডিম খুব ভালভাবে সিদ্ধ করতে হবে।

# বন্যপ্রাণী বা গৃহপালিত পশুকে খালি হাতে স্পর্শ করা যাবে না।

# মুখে মাস্ক ব্যবহার করতে হবে।

# পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।

# টয়লেট, বাথরুম, ড্রেন ইত্যাদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

# প্রয়োজন ছাড়া কোন জনসমাগম এড়িয়ে চলতে হবে।