Loading..

ম্যাগাজিন

২৬ মার্চ, ২০২০ ১২:৪৫ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসঃ একটি বৈশ্বিক মহামারী

করোনা ভাইরাস (SARS-CoV-2) ও কোভিড-১৯ কি ?

করোনা ভাইরাস (CoV) হচ্ছে ভাইরাস গুলির একটি বৃহৎ পরিবার যা সাধারণ সর্দি কাশি থেকে মারাত্মক

অসুখ করতে পারে। যেমন যমনMiddle East Respiratory Syndrome(MERS-CoV), Severe Acute Respiratory Syndrome (SARS-CoV) এবং কোভিড-১৯ (COVID-19) করোনা ভাইরাসের অনেক গুলো প্রজাতির মাঝে ৭ টি প্রজাতি মানব দেহে রোগ সৃষ্টি করতে পারে। যার মধ্যে SARS-CoV-2 অন্যতম। করোনা ভাইরাস গুলো জিনোটিক যার অর্থ তারা প্রানী থেকে মানুষের মধ্যে সংক্রমন করতে পারে।

COVID-19 নামক রোগ সৃষ্টিকারী SARS-CoV-2 করোনা ভাইরাস একটি নতুন প্রজাতি যা ইতিপুর্বে মানব শরীরে দেখা যায় নাই। এটি একটি এনভেলপড, পজিটিভ সেন্স, সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ভাইরাস।

 

করোনা ভাইরাস এর লক্ষন

v  ভাইরাস শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষন দেখা দিতে সাধারণত ২–১৪ দিন সময় লাগে। 

v  বেশির ভাগ ক্ষেত্রে প্রথম লক্ষন জ্বর ১০০ ডিগ্রী ফারেনহাইট বা ৩৮ ডিগ্রী সেলসিয়াসের বেশি।

v  শুকনো কাশি/ গলা ব্যাথা হতে পারে।

v  শ্বাসকষ্ট/ নিউমোনিয়া দেখা দিতে পারে।

v  অন্যান্য অসুস্থতা (ডায়াভেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাস কষ্ট, হৃদরোগ, কিডনী সমস্যা, ক্যান্সার ইত্যাদি) থাকলে অরগ্যান ফেইলিওর হতে পারে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি