Loading..

প্রকাশনা

২৭ মার্চ, ২০২০ ১২:৫০ পূর্বাহ্ণ

করোনা বন্দনা


করোনা বন্দনা

করোনা তুমি বিশ্ব নাড়ালে
নাড়ালে ঘুমানো সব বিবেক,
আজকে সবার ঘুম ভাঙালে
আসলো মনে শত অনুভব।

পাখিরা গাছে গাইছে সুখে
ফুলেরা চায় মুখ তুলি,
ডলফিন সব খেলছে তীরে
গাছেরা দুলছে চুলখুলি।

এ ধরা তো সয়েছে অনেক
বিষ, গ্যাস, বোমা আর কামান,
শুনেছে হুংকার রক্ত চাই আরো
যত অবিবেচক আর পাষাণ।

তুমি বুঝিয়েছ খোদার ধরায়
কার আছে  কত হিম্মত
এত কেম দম্ভ করো!
প্রকৃতি তোমায় বলছে ডেকে
করেছ ভালো, অনেক হয়েছে
এবার তুমি থামতে পারো।

নুরুল আজিজ,  চট্টগ্রাম ২৬/০৩/২০২০

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি