Loading..

খবর-দার

২৮ মার্চ, ২০২০ ০৫:১২ অপরাহ্ণ

কুরআন পাঠ করে তা থেকে হেদায়েত লাভ করা এবং এর মর্ম উপলব্দি করার উপায়-

কুরআন পাঠ করে তা থেকে হেদায়েত লাভ করা এবং এর মর্ম উপলব্দি করার উপায়-
যখন কোরআনের একটি আয়াত পাঠ করবেন তখন:
-আয়াতটি ভালোভাবে বুঝার চেষ্টা করুন
-আয়াতের বক্তব্য অনুধাবণ করার চেষ্টা করুন
-আয়াত অনুযায়ী মহান আল্লাহর কাছে দোয়া করুন

যেমন:
"বল- হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু।" (সুরা যুমার-৫৩)

আয়াতটি আরবিতে পড়ুন, বাংলায় বুঝার চেষ্টা করুন, মর্ম অনুধাবণ করুন। অতপর আল্লাহর কাছে বলুন-
'হে আমার রব! আমিতো আমার নিজের উপর ভীষণ রকমের বাড়াবাড়ি করেছি। হে আল্লাহ! এমন কোন অপরাধ নাই যা আমি করি নাই। আমিতো জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি; বুঝে গুনাহ করেছি, না বুঝে গুনাহ করেছি।
হে আল্লাহ! আমি তোমার রহমত থেকে কখনো নিরাশ হই নাই। হে আমার রব! আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। তুমিতো ক্ষমাশীল, তুমিতো দয়াবান।'
হে ক্ষমাশীল! হে পরাক্রমশালী দয়াবান! তুমি আমাকে ফিরিয়ে দিয়ো না, তুমি ফিরিয়ে দিলে আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।

প্রতিটি আয়াতেরই হেদায়েত আছে, নুর আছে। আপনি আয়াতটি পড়ার সাথে সাথেই মহান আল্লাহর কাছে তা প্রার্থনা করুন। এভাবে কোরআন পাঠ করতে পারলেই আপনার জ্ঞান, হেদায়াত এবং ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহর সাথে বন্ধন সুদৃঢ় হবে।