Loading..

প্রেজেন্টেশন

২৮ মার্চ, ২০২০ ০৮:৪৩ অপরাহ্ণ

আদর্শ জীবনচরিত

         হিলফুল ফুজুলের উদ্দেশ্যাবলী

         আর্তের  সেবা করা

         অত্যাচারীতকে সাহায্য করা

         অত্যাচারী কে প্রতিরোধ করা

         শান্তি শৃংখলা প্রতিষ্ঠা করা

         গোত্রে  গোত্রে শান্তি  সম্প্রীতি বজায় রাখা

         মহানবী সা. এর চারিত্রিক গুণাবলী

                     আল আমিন উপাধি  

         আামানাতদারিতা

         সত্যবাদিতা

         ন্যায়নিষ্ঠা

         দায়িত্ব শীলতা  

         ধৈর্যশীলতা

         অতিথি পরায়তা

         মহানবি (স.) এর যৌবনকাল ও নবুয়াত

         ২৫ বছর বয়সে খাদিজা (রা) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ।

         হাজরে আসওয়াদ স্থাপনের মাধ্যমে বিভিন্ন গোত্রের বিরোধ মিমাংসা করেন।

         ৪০ বছরে নবুয়ত প্রাপ্ত হন।

          নবুয়ত প্রাপ্তির পর মক্কাবাসীদের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। 

         প্রথম তিন বছর গোপনে ইসলাম প্রচার করেন।

         বিনা রক্তপাতে ৬৩০ খ্রি: দশ হাজার মুসলিম সৈন্য নিয়ে মক্কা বিজয় করেন।

১। হে মানব সকল আমার কথা মনোযোগ দিয়ে শুনবে । আমি তোমাদের সাথে আগামী বছর এখানে সমবেত হতে পারব কিনা জানি না।

২। আজকের এ দিন, এ স্থান, এ মাস  যেমন পবিত্র , তেমনি তোমাদের জীবন ও সম্পাদ পরস্পরের নিকট পবিত্র।

৩। মনে রাখবে সকলকে একদিন আল্লাহর কাছে হাজির হতে হবে।

৪। স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করবে।

৫। আমানত রক্ষা করবে ও পাপ কাজ হতে বিরত থাকবে এবং সুদ খাবেনা। 

৬। সকল মুসলমান সমান।

7। ইহুদি সম্প্রদায়ের মিত্ররা ও সমান স্বাধীনতা ভোগ করবে।

 ৮। আল্লাহুর সাথে শরিক করবে না ও অন্যায় ভাবে কাওকে হত্যা করবেনা।

৯। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করনা।

 ১১।দাসদাসির প্রতি সৎ ব্যাবহার করবে।

১২। তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম একটি আল্লাহর কালাম অপরটি আমার সুন্নাহ।  

১৩। আমি শেষ নবি ।

 ১৪। জাহেলি যুগের সকল হত্যার প্রতিশোধ বাতিল করা হল ।

১৫। অনুপস্থিত যারা তাদের কাছে  আমার বানি পৌছে দেবে।