Loading..

খবর-দার

২৮ মার্চ, ২০২০ ০৯:০৪ অপরাহ্ণ

পৃথিবীতে বহুদিন পর ইকোসিস্টেম চেঞ্জ হতে শুরু করেছে। ফিরে এসেছে নতুন পৃথিবী।

পৃথিবীতে বহুদিন পর ইকোসিস্টেম চেঞ্জ হতে শুরু করেছে। ফিরে এসেছে নতুন পৃথিবী।          

1️⃣প্রথম ছবিতে দেখছেন, ভারতে কয়েক যুগ পর কচ্ছপ সাগর থেকে উঠে এসেছে ডিম পাড়ার জন্য।। 


2️⃣দ্বিতীয় ছবিতে ৬০ বছর পর ইতালীর ভ্যানিস নদীতে বুনো রাজ হাঁস  ফিরে এসেছে, এসেছে ডলফিনও কয়েক দশক পরে।। 


3️⃣তৃতীয় ছবিতে , চীনে সাগর থেকে ডলফিন মাছ নদীতে প্রবেশ করেছে ৪০ বছর পর।। 

ইউরোপের রাস্তায় বন্যপ্রানী বের হতে শুরু করেছে, বহু বছর পর।। 


4️⃣চতুর্থ ছবিতে বাংলাদেশের কক্সবাজার সমুদ্রেও ডলফিনের অবাদ বিচরণ ধরা পরেছে সার্ফারের ক্যামরায়। 


পৃথিবীর বেশি ভাগ দেশের মানুষ ই এখন ঘরে আছেন।। 

কার্বন নিষ্ষরন কমে গেছে, কয়েক মাস এই অবস্থায় থাকলে, তাপ মাত্রা কমবে, মেরুর গলে যাওয়া বরফ রক্ষা পাবে।।।

-পৃথিবীর ভারসম্য মানুষ নষ্ট করে, আর পৃথিবী তার ভারসাম্য ফিরে পেতে করোনার মতন এন্টিবায়োটিক খায় যুগে যুগে।

-করোনা মহামারী থেকে মানুষ বেঁচে গেলে পৃথিবীর মানুষের উচিত পৃথিবীর দূষনরোধ ও ভারসম্য রক্ষা করতে চেষ্টা করা।

আজ থেকে সবাই মিলে ওয়াদা করুন আগামীর দিনগুলোতে নিজে কোন বায়ুদূষণ করবেন না। 

কোথাও ঘুরতে গেলে বিশেষ করে নদী কিংবা সমুদ্র অঞ্চলে প্লাস্টিক বর্জ্য ফেলবেন না। 

নদী বা সমুদ্র দূষণ হলে, প্রকৃতি দূষিত হলে প্রকৃতি নিজেই আমাদের উপর প্রতিশোধ নিবে। 

নিজের আশপাশ সবসময় পরিষ্কার রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন।

ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার শূন্যর কোটায় নামিয়ে আনবেন।  

আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী উপহার একমাত্র আমরাই দিতে পারি। এই সামান্য কাজ গুলো না করলে। এই কাজগুলো অতি সামান্য, যে কেউ ইচ্ছে করলেই করতে পারে যদি আমাদের পৃথিবীটা আমরা সুন্দর করে গড়তে চাই। 

নয়তো আমাদের মৃত্যুর জন্য আমরা ই দায়ী হবো।