Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৯ মার্চ, ২০২০ ১২:৫৬ অপরাহ্ণ

টিভিতে প্রচার হবে ক্লাস : মোবাইলে/কম্পিউটারে দেখবেন যেভাবে

করোনার আঘাতে সারাবিশ্ব আজ বেসামাল। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ কর্নার ছোবল থেকে রক্ষা করার জন্য গণজমায়েত স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এরমাঝে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত যেন না ঘটে সে জন্য বাংলাদেশ সরকার টিভিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস অনলাইনে করানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
নিঃসন্দেহে সরকারের এই সিদ্ধান্ত যুগোপযোগী এবং শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী

কিন্তু আমরা অনেকেই মোবাইল কম্পিউটার নির্ভর। আমরা টিভিতে খুব একটা বসিনা।

প্রথমেই আমি দেখাবো কিভাবে কম্পিউটারে আপনি সংসদ টিভি চ্যানেল দেখতে পাবেন।

সংসদ টিভি চ্যানেল টি আপনার কম্পিউটারে দেখার জন্য আপনার কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজার বা যে কোন একটি ব্রাউজার ওপেন করবেন।

সেখান থেকে যেকোনো একটি ট্যাবে অ্যাড্রেস বারে নিচের ইউআরএলটি টাইপ করুন।
http://www.parliament.gov.bd/tv/sangshadtv.php অথবা এখানে ক্লিক করুন

এটি ক্লিক করার সাথে সাথে আপনার ব্রাউজারে স্ক্রিনে একটি প্লেয়ার চালু হবে।এখান থেকে আপনি সংসদ টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন।

উপরোক্ত লিংকটি সঠিকভাবে কাজ না করলে এই লিঙ্কে প্রবেশ করুন: https://www.jagobd.com/songsadtv

আপনার মোবাইল থেকেও এ কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে এইইউআরএলটি টাইপ করে দিলে সরাসরি কোন অ্যাপ ছাড়াই আপনি সংসদ টিভি চালু করতে পারবেন।

সংসদ টিভি চ্যানেল সহ আরও অন্যান্য অনেকগুলো টিভি চ্যানেল আপনি মোবাইলে বা কম্পিউটারে দেখতে চাইলে jagobd.com মোবাইল অ্যাপস টি ডাউনলোড করে নিতে পারেন।

সংসদ টিভি চ্যানেল চালু করা ও মোবাইলে অ্যাপ ডাউনলোড করা সম্পর্কিত কোন প্রশ্ন থেকে থাকলে আমাদের ফেসবুক গ্রুপে বা ফেসবুক পেইজের মেসেঞ্জারে মেসেজ করতে পারেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি