Loading..

খবর-দার

৩১ মার্চ, ২০২০ ০৬:৫৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাস প্রতিরোধে নিজেকে সুরক্ষিত রাখুন।ঘরে অবস্থান করুন

আতংক নয়,সচেতনতা দরকার। 

?????j??????

১.আপনার সর্দি হয়েছে কিন্তু কাশি নেই! আপনার করোনা হয় নাই!


২. আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে কিন্তু শুকনো কফ হয়নি মানে আপনার করোনা হয়নি!


৩. আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়নি তারমানে আপনার করোনা হয়নি!


৪. আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়েছে কিন্তু জ্বর নেমে গেছে তারমানে আপনার করোনা হয়নি!


৫.আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়েছে কিন্তু জ্বর নামেনি কিন্তু শ্বাসকস্ট হয়নি তারমানে আপনার করোনা হয়নি!


৬.আপনার সর্দি হয়েছে, কাশি হয়েছে, শুকনো কফ হয়েছে কিন্তু জ্বর হয়েছে কিন্তু জ্বর নামেনি কিন্তু শ্বাসকস্ট হয়েছে তারমানে আপনার করোনা হয়েছে!


আপনার এই রোগের উপসর্গগুলো অবশ্যই নাই! তার মানে আপনার করোনা হয়নি কিন্তু হয়নি মানে যে করোনা হবে না তার কিন্তু আপনি নিশ্চয়তা দিতে পারেন না!


তাই হাত ধৌত করুন, সুস্থ থাকার সব ধরনের চেস্টা করুন! যেন করোনাভাইরাস আপনার শরীরে প্রবেশ করলেও আপনার শরীরের এন্টিবডিগুলো সেই ভাইরাসগুলো মেরে ফেলতে পারে!


তবে কিছু ক্ষেত্রে কোন লক্ষ্মণ ছাড়াও আক্রান্ত হবার শঙ্কা আছে। 

তাই,

বাড়িতে থাকুন, সুস্থ থাকুন 

করোনাকে ধ্বংস করুন!

--Mostofa Zaman